ভেজিটেবল স্যুপ শীতের সন্ধ্যায় বানিয়ে ফেলুন স্বাস্হ্যকর রেসিপি│vegetable soup bengali
আজকে আমরা তৈরি করব হেলদি ভেজিটেবল সুপ করাইতে সামান্য তেল দিয়ে ,রসুন কুচি ,আদা কুচি ,বাঁধাকপি কুচি ,স্প্রিংঅনিয়ন কুচো ,গাজরের কুচো।বিন্স কুচো ক্যাপসিকাম কুচো ,কড়াইশুঁটি দিয়ে নাড়াচাড়া করে একটু হালকা করে সতে করে নিতে হবে। তারপর পরিমাণ মতো জল দিয়ে লবণ ভিনিগার এক চামচ সোয়া সস্ এক চামচ গোল মরিচের গুঁড়ো দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়ে গেলে ঢাকা খুলে অল্প একটু জলে দু চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়ে ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে। নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে পরিবেশন করুন গরম গরম ভেজিটেবল সুপ
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন